• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৩, ১১:১৮ এএম

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকার পদত্যাগের একদফা দাবি এবং অসহযোগ আন্দোলন সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ১২তম ধাপে দিনব্যাপী অবরোধ সফলে রোববার সকালে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। এ সময় নেতাকর্মীরা রাস্তায় অবরোধের চেষ্টা করেন।

মিছিলে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয সহসভাপতি কামরুজ্জান বিপ্লব, আব্দুল কুদ্দুস, সরদার নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক জেডআই কামাল, সহসাধারণ সম্পাদক মজিবুর রহমান, মাসুম ভুঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক ইঞ্জি. সাহাবুদ্দিন সাবু, তৌহিদুল ইসলাম টিটু, শাহ আলম তপু, শফি মাহমুদ জুয়েল, প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম জাকির, সহসমাজসেবা সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ, সহশিক্ষাবিষয়ক ইমামুল ইসলাম ইমাম, সহকৃষিবিষয়ক সম্পাদক ইমদাদুল হক মজুমদার, সহআপ্যায়ন সম্পাদক সাইদুজ্জামান পাশা, সহবাণিজ্যবিষয়ক সম্পাদক ইঞ্জি. নুর আমিন লালন, কেন্দ্রীয় সদস্য তুহিন সরকার, মোবারক মিতুল, ঢাকা মহানগর উত্তরের সহদপ্তর সম্পাদক তানভীর কবির শৈবাল, স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মোল্লা, ইমরুল কায়েস, জমির উদ্দিন শেখ, সাইদুর রহমান সাইফ, ফয়জুল্লাহ মহাজন প্রমুখ।

মিছিল থেকে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ