• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শেষ পর্যন্ত মনিই থাকছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৩, ০৮:৪৩ এএম

শেষ পর্যন্ত মনিই থাকছেন লাঙ্গল প্রতীকের প্রার্থী

সিটি নিউজ ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে জাতীয় পার্টি থেকে শেষ পর্যন্ত লাঙ্গল প্রতীকের প্রার্থী থাকছেন দলের জেলার সাধারণ সম্পাদক মাহমুদুল হক মনিই। জেলা রিটার্নিং অফিসের তথ্যে এ খবর নিশ্চিত করা হয়েছে।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম বলেন, আমরা জাতীয় পার্টির প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিলকারী ইলিয়াছ উদ্দিনের প্রার্থিতা ফিরে পাওয়ার আদালতের রায়ের কপি পেয়েছি। এখন থেকে তিনিও বৈধ প্রার্থী।

সে ক্ষেত্রে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৬/২ ধারার বিধান অনুযায়ী কোনো দল যদি একের অধিক প্রার্থীকে মনোনয়ন দেয় তাহলে মনোনয়ন প্রত্যাহারের দিন অথবা তার আগে রিটার্নিং অফিসারের কাছে দলের সভাপতি, সম্পাদক অথবা সমমানের ক্ষমতাসম্পন্ন ব্যক্তি দলের চূড়ান্ত মনোনয়ন লিখিতভাবে দেবেন।

১৭ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১৪ ডিসেম্বরে স্বাক্ষরিত জাতীয় পার্টির সভাপতি জিএম কাদেরের একটি চিঠি পেয়েছি। সেখানে মাহমুদুল হক মনিকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। তাই তিনিই লাঙ্গলের প্রকৃত মনোনীত প্রার্থী।

এ আসনে জাতীয় পার্টি থেকে দুজনকে মনোনয়ন দেওয়া হয়। তার মধ্যে জেলা জাতীয় পার্টির সভাপতি ইলিয়াছ উদ্দিনের প্রার্থিতা ঋণখেলাপি ও বিল খেলাপির কারণে বাতিল করেন রিটার্নিং অফিসার। পরে নির্বাচন কমিশন, উচ্চ আদালতেও ইলিয়াছের প্রার্থিতা বাতিল থাকে।

এরপর ২১ ডিসেম্বর সুপ্রিমকোর্টের চেম্বার জজ আদালতে আপিল করলে প্রার্থিতা ফিরে পান ইলিয়াছ। এই আসনে জাতীয় পার্টির আরেক প্রার্থী জেলার সাধারণ সম্পাদক মাহমুদুল হক মনি। ইলিয়াছ উদ্দিনের প্রার্থিতা বাতিলের পর ইতোমধ্যে দলের চূড়ান্ত মনোনয়ন পেয়ে লাঙ্গল প্রতীক নিয়ে প্রচারণা শুরু করে নির্বাচনের মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন মনি।

তবে, ২১ ডিসেম্বর প্রার্থিতা ফিরে পাওয়ার পর জাতীয় পার্টির নেতাকর্মীরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। তাদের মধ্যে প্রশ্ন দেখা দেয় কে থাকছেন জাতীয় পার্টির প্রার্থী। তবে জেলা রিটার্নিং অফিসের তথ্য অনুযায়ী শেষ পর্যন্ত মনিই থাকছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ