প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৩, ১২:০০ পিএম
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সরিয়ে নেওয়া হয়েছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকেই পোশাকধারী পুলিশের অবস্থান দেখা যায়নি।
শুক্রবার সকালেও কার্যালয় ও এর আশপাশে পুলিশের অবস্থান দেখা যায়নি।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ বন্ধ করার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রাখে। ২৪ ঘণ্টা পোশাকধারী পুলিশ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও কার্যালয়ের আশপাশে নিয়োজিত ছিল।
শুরুতে সেখানে সাধারণ মানুষের চলাচলেও বাধা দেওয়া হয়। অক্টোবরের পর বিএনপি কেন্দ্রীয় কার্যালয় এখনো তালাবদ্ধ। কোনো নেতাকর্মী কার্যালয়মুখী হচ্ছেন না। এ অবস্থার মধ্যে হঠাৎ করে কার্যালয়ের সামনে থেকে পুলিশ সরিয়ে নেওয়া হয়।
জেকেএস/