• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

বেইলি রোডে লিফলেট বিতরণ করলেন রিজভী

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৩, ০৭:৩২ পিএম

বেইলি রোডে লিফলেট বিতরণ করলেন রিজভী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন ঠেকাতে বিএনপির অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাজধানীর বেইলি রোডে বেশ কয়েকজন নেতাকর্মী নিয়ে লিফলেট বিতরণ করেন তিনি।

এর আগে বুধবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট বর্জনসহ সরকারকে সব ধরনের সহযোগিতা না করতে, দেশবাসীর প্রতি আহ্বান জানান। ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে বিরত থাকারও কথা বলেন তিনি।

নির্বাচনে ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব পালনে বিরত থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচনের নামে বানর খেলায় যাবেন না। কারা এমপি হবেন তা সবাই জানে, সেই তালিকা তৈরি হয়ে গেছে।’

এ ছাড়া বিএনপির পক্ষ থেকে সরকারকে সকল প্রকার অসযোগিতা করার কথা জানিয়ে তিনি বলেন, ‘আপনারা কর, খাজনা, পানি, গ্যাস বিদ্যুৎ বিল দেয়া বন্ধ রাখুন। ব্যাংক খাতের মাধ্যমে সরকার সবচেয়ে বেশি অর্থ লুটপাট করেছে। ফলে ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কি না সেটি ভাবুন।’    

এছাড়া বিএনপির মিথ্যা ও গায়েবি মামলায় অভিযুক্ত লাখ লাখ রাজনৈতিক নেতা-কর্মীকে আদালতে হাজিরা দেয়া থেকে বিরত থাকারও আহ্বান জানান রিজভী।

তিনি বলেন, সরকার পতন না হওয়া পর্যন্ত এ অসযোগিতার আন্দোলন চলমান থাকবে।

সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী দফায় দফায় হরতার-অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপিসহ সমমনাদলগুলো।

 

জেকেএস/

আর্কাইভ