• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কাল নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৩, ১২:৩২ এএম

কাল নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ এক দফা দাবিতে আগামীকাল বুধবার নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি।

আজ একদিনের সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি শেষ হয়েছে। নতুন কর্মসূচির অপেক্ষায় বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকালে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, পরবর্তী কর্মসূচি বুধবার ঘোষণা করা হবে।

রিজভী বলেন, বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলমান আন্দোলনের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন।

গত ২৯ অক্টোবর থেকে বিএনপি-জামায়াতে ইসলামী এবং সমমনা দলগুলোর ডাকা দফায় অবরোধ-হরতাল চলছে।  

এ নিয়ে গত ৫০ দিনে তিন দফায় চার দিন হরতাল এবং এগারো দফায় ২৩ দিন অবরোধ করেছে বিএনপি ও সমমনা দলগুলো। 

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ