• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কাল দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৩, ০১:৫৭ এএম

কাল দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বর্তমান সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপিসহ সমমনা দল ও জোট এবং জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আগামীকাল মঙ্গলবার পালিত হবে।

পূর্বের ঘোষণা অনুযায়ী, সোমবার হরতাল কর্মসূচি পালন করার ছিল দলগুলোর। কিন্তু কুয়েতের আমিরের মৃত্যুতে একদিন পেছানো হয়।

রোববার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় তার সম্মানার্থে বিএনপি সোমবারের হরতাল প্রত্যাহার করেছে। সারা দেশে আগামীকাল মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।

শনিবার কুয়েতের আমির ইন্তেকাল করেন। কুয়েতের আমিরের রুহের মাগফিরাত কামনায় সোমবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যসব ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হবে। আমিরের মৃত্যুতে শোক দিবস ঘোষণা করায় পূর্বনির্ধারিত বিজয় দিবসের র‌্যালি একদিন পিছিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ