• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শরিকদের বিজয়ের গ্যারান্টি দেয়া সম্ভব নয়: কাদের

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৩, ০৭:৩২ পিএম

শরিকদের বিজয়ের গ্যারান্টি দেয়া সম্ভব নয়: কাদের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে আওয়ামী লীগ ও শরিকদের আসন ভাগাভাগি। শরিকরা চাইছেন তাদের আসনে থাকবে না কোনো প্রার্থী, হবে নিশ্চিত বিজয়। কিন্তু ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সেই নিশ্চয়তা দিতে পারছে না।

এবার দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও সরাসরি জানিয়ে দিলেন শরিকদের বিজয়ের গ্যারান্টি দেয়া সম্ভব নয়।

শুক্রবার (১৫ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি বলেন,
শরিক জোটের প্রার্থিদের কাউকে বিজয়ের গ্যারান্টি দিতে পারব না। আমিও এর বাইরে নই। আমারও আসনে চারজন প্রতিদ্বন্দ্বী আছে।

সন্তুষ্ট-অসন্তুষ্টির বিষয়টি নজরে আনা হলে তিনি বলেন, সন্তুষ্ট-অসন্তষ্ট হওয়ার কিছু নেই। যার যার প্রতীকেই নির্বাচন করতে পারবে সবাই। তাদের কেউ বাধা দেয়নি। দেবেও না।

জাতীয় পার্টি ইস্যুতে তিনি বলেন, তারা তাদের মার্কায় নির্বাচন করছে। ১৪ দলের কাউকে কাউকে নৌকা প্রতীক দেয়া হবে। ৭টা নির্বাচনী এলাকায় ১৪ দলের শরিকদের নৌকা প্রতীক বরাদ্দ দেয়া হবে৷

এসময় বিএনপির নাশকতা নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই নাশকতার মাত্রা বিএনপি বাড়াবে। খবর পেয়েছি আওয়ামী লীগের নির্বাচন বানচালে অস্ত্রের মহড়া দিচ্ছে বিএনপি। নির্বাচনের দিন তারা অস্ত্র ব্যবহার করবে।

তাই নির্বাচনের আগে ও পরে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, জনবিছিন্ন হয়ে গেছে বলেই আন্দোলন জমাতে পারেনি বিএনপি।

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ