• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নির্বাচন ঠেকাতে সন্ত্রাসী কাণ্ডের নতুন মাত্রা শুরু করেছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৩, ০২:৫৬ এএম

নির্বাচন ঠেকাতে সন্ত্রাসী কাণ্ডের নতুন মাত্রা শুরু করেছে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন ঠেকাতে বিএনপির সন্ত্রাসী কার্যক্রমের নতুন মাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, রেললাইন উপড়ে ফেলা দুঃখজনক। যারা দেশকে ভালোবাসেন তারা এটি করতে পারেন না।

জঙ্গি উত্থান ও সন্ত্রাসী তৎপরতা নিয়ে পুলিশের দুটি ইউনিট কাজ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন সামনে রেখে এদের দমনে তৎপর আছে পুলিশ।

উল্লেখ্য, ভোর সোয়া ৪টার দিকে গাজীপুরের ভাওয়াল রেলস্টেশনের কাছে রেললাইন কেটে ফেলায় ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় একজন নিহত এবং আহত হয়েছেন ১০ জন। বন্ধ আছে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ। এ পথে চলাচলকারী ট্রেনগুলো বিকল্প পথে চলাচল করছে। এছাড়া প্রাইভেট প্রতিষ্ঠানের মাধ্যমে চলা তিনটি ট্রেনের নির্ধারিত যাত্রা বাতিল করা হয়েছে।

অপরদিকে ঘটনা তদন্তে গাজীপুরের জেলা প্রশাসন থেকে পাঁচ সদস্যের একটি ও রেলওয়ের পক্ষ থেকে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ