• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিজয় দিবসে র‌্যালির অনুমতি চেয়ে ডিএমপিকে আ.লীগের চিঠি

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৩, ১২:৪৪ এএম

বিজয় দিবসে র‌্যালির অনুমতি চেয়ে ডিএমপিকে আ.লীগের চিঠি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে র‌্যালি করার অনুমতির চেয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দিয়েছে দক্ষিণ আওয়ামী লীগ।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বুধবার এ চিঠি পাঠান।

চিঠিতে বলা হয়েছে, ১৮ ডিসেম্বর দুপুর ২টায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন (রমনা) থেকে বিজয় দিবসের র‌্যালিটি মৎস্যভবন, শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি-৩২ নম্বরে গিয়ে শেষ হবে।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়া দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সহযোগী সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে বিজয় র‌্যালি করার অনুমতির জন্য বুধবার বিকালে ডিএমপি কমিশনার অফিসে গেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে রয়েছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও জাতীয়তাবদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান। 

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ