• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
সংসদ নির্বাচন

ষড়যন্ত্র হচ্ছে, ট্রেনের লাইন উপড়ে ফেলা তারই প্রমাণ: হাছান মাহমুদ

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৩, ০৮:০৩ পিএম

ষড়যন্ত্র হচ্ছে, ট্রেনের লাইন উপড়ে ফেলা তারই প্রমাণ: হাছান মাহমুদ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তথ্যমন্ত্রী ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে প্রতিহত করতে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। গাজীপুরে ট্রেনের লাইন উপড়ে ফেলার ঘটনা তারই প্রমাণ। ট্রেন দুর্ঘটনার তদন্ত হবে। আর জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে সমসাময়িক নানা ইস্যুতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, গুপ্তস্থান থেকে ঘোষণা দিয়ে বিএনপি অবরোধের নামে সাড়ে ৩০০ যানবাহনে আগুন দিয়েছে। গাড়ি পোড়ালে যে দলে প্রমোশন হয়, সেটি তো সন্ত্রাসী সংগঠন।

এ অপরাজনীতি বন্ধ করতে আওয়ামী লীগ বদ্ধপরিকর বলেও জানান তিনি।

জাতীয় পার্টির নির্বাচনে থাকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের নেতা বলেন, তারা আসবে এবং তারা ভালো ফল করবে।

এদিকে ভোরে গাজীপুরের ভাওয়ালে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে একজনের মৃত্যু ও হতাহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিবৃতিতে রিজভী বলেন, ভোরে গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথের ভাওয়াল রেলস্টেশনে ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়ে একজন যাত্রীর মৃত্যু হয়েছে। অনেকে আহত হওয়ার হৃদয়বিদারক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। ভাওয়াল রেলস্টেশনে সংঘটিত ট্রেনের ৭টি বগি লাইনচ্যুতের ঘটনা নিঃসন্দেহে নাশকতামূলক কাজ। আমি এ ঘটনায় ধিক্কার জানাই, নিন্দা জানাই। যে বা যারা এ ধরনের অমানবিক ঘটনা ঘটিয়েছে, তারা মানবতার শত্রু। দু’ একটি গণমাধ্যম ট্রেনের এ বগি লাইনচ্যুতের ঘটনায় গণতন্ত্রের জন্য আন্দোলনরত দলগুলোর ওপর দোষ চাপানোর ইঙ্গিত দিচ্ছে; যা গভীর চক্রান্তমূলক। এতেই প্রমাণিত হয় এবং জনগণ বিশ্বাস করে যে, সুপরিকল্পিতভাবেই এই ধরনের নাশকতা ঘটানো হয়েছে। আমরা এ ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।

এদিকে দেশব্যাপী বিএনপিসহ সমমনাদের ১১ দফা ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ চলছে। যা আজ সন্ধ্যায় ৬টায় শেষ হবে।

২৮ অক্টোবরে বিএনপি মহাসমাবেশে সংঘর্ষের ঘটনা ঘটে। ওইদিন এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। ভাঙচুর ও পোড়ানো হয় গাড়ি। এরপর থেকে দুই দফা হরতাল ও ১১ দফা অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। গাড়ি পোড়ানো ছাড়াও কয়েক দফায় ট্রেনে আগুন দেয়ার ঘটনাও ঘটেছে অবরোধকে কেন্দ্র করে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ