• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

প্রধানমন্ত্রীর আসনেও চারজন প্রতিদ্বন্দ্বী: ওবায়দুল কাদের

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৩, ০৭:৩০ পিএম

প্রধানমন্ত্রীর আসনেও চারজন প্রতিদ্বন্দ্বী: ওবায়দুল কাদের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ নেই জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকায় চারজন প্রার্থী রয়েছেন।

বুধবার (১৩ ডিসেম্বর) সমসাময়িক বিষয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, জাতীয় পার্টি নির্বাচনে না এলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ নেই। প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় চারজন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। আমি আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি, আমার এলাকাতেও চারজন রয়েছেন। আমাদের প্রতিদ্বন্দ্বী রয়েছে। সব এলাকাতেই প্রতিদ্বন্দ্বী রয়েছে। এ নিয় আমরা দুশ্চিন্তা করছি না।

আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, তাদের নির্বাচনের মাঠ থেকে উঠানোর ক্ষমতা আমাদের হাতে নেই, তারা এখন নির্বাচন কমিশনের অধীনে। এ বিষয়ে জাতীয় পার্টির সাথে আপস করারও সুযোগ নেই।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ