• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

ঢাকার ৯ আসনে ৭৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৩৫

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৩, ০৭:৫৯ পিএম

ঢাকার ৯ আসনে ৭৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৩৫

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ঢাকা মহানগরীর ১৫টি সংসদীয় আসনের মধ্যে ৯টি আসনের মনোনয়ন ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ৯ আসনে ১১৫ জন প্রার্থীর মধ্যে ৭৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। বাকি ৩৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়াও ৭ জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম প্রার্থীদের মনোনয়ন বাছাই শেষে এ ঘোষণা দেন।

মনোনয়ন বাতিলের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ রয়েছে। এর মধ্যে দুই প্রার্থী হলেন- ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত প্রার্থী মোশররফ হোসেন এবং বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী কবির হোসেন।

গত ১ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। বৈধ প্রার্থীর তালিকা প্রকাশের পর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি চলবে আগামী ৫ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।

পরদিন ১৮ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। সবশেষে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ