• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

১০ ডিসেম্বর সমাবেশ করতে ইসির অনুমতি চেয়েছে আ.লীগ

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৩, ০১:৩৬ এএম

১০ ডিসেম্বর সমাবেশ করতে ইসির অনুমতি চেয়েছে আ.লীগ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই সমাবেশের অনুমতি চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি দিয়েছে দলটি।

রোববার ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে এদিন সমাবেশটি করতে চায় ক্ষমতাসীনরা।

ইসিকে দেওয়া চিঠিতে আওয়ামী লীগ বলেছে, আগামী ১০ ডিসেম্বর বিকাল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেট সংলগ্ন রাস্তায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হবে।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সমাবেশে অংশগ্রহণ করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এই সমাবেশের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ