• ঢাকা শুক্রবার
    ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১

বিএনপির আরও দুই নেতাকে বহিষ্কার

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৩, ০৫:৩৬ পিএম

বিএনপির আরও দুই নেতাকে বহিষ্কার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরের পর শেরপুর জেলা বিএনপির দুই নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এরা হলেন- জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. জায়েদুর রশীদ শ্যামল এবং নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ। বৃহস্পতিবার কেন্দ্রীয় বিএনপির প্যাডে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির সাক্ষরিত নোটিশে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়।

শেরপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসন থেকে মোহাম্মদ আব্দুল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এবং শেরপুর-২ আসন থেকে মো. জায়েদুর রশীদ শ্যামল তৃণমূল বিএনপির প্রার্থী হওয়ায় তাদের বহিষ্কার করা হয়।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ