• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নৌকায় ভোট করায় শাহজাহান ওমরকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৩, ০২:২৩ এএম

নৌকায় ভোট করায় শাহজাহান ওমরকে বহিষ্কার করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন ফরম জমা দেওয়ায় ব্যারিস্টার শাহজাহান ওমরকে বহিষ্কার করেছে বিএনপি। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন।

গতকাল বুধবার বিকেলে জামিনে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে গতকাল বুধবার বিকেলে জামিনে মুক্ত হওয়ার পর আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) আওয়ামী লীগে যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর। এরপর নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ আসনে মনোনয়নপত্র জমা দেন তিনি। ঢাকা থেকে অনলাইনে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এরপর আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শাহজাহান ওমরকে দল থেকে বহিষ্কার করে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। সুতরাং বিএনপির গঠনতন্ত্র মোতাবেক মুহাম্মদ শাহজাহান ওমরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শাহজাহান ওমর ঝালকাঠি-১ আসন থেকে একাধিকবারের সংসদ সদস্য এবং বিএনপি সরকারের সাবেক আইন প্রতিমন্ত্রী ছিলেন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ