• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বোমাবাজি করে নির্বাচন বন্ধ করা যাবে না : ওবায়দুল কাদের

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৩, ০৬:৫৬ পিএম

বোমাবাজি করে নির্বাচন বন্ধ করা যাবে না : ওবায়দুল কাদের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে নির্বাচনের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিক্ষিপ্ত বোমাবাজি করে নির্বাচন বন্ধ করা যাবে না। স্বতন্ত্র প্রার্থীর অনুমতি দলের প্রয়োজনে কৌশলগত সিদ্ধান্ত।

সোমবার (২৭ নভেম্বর) শহিদ ডা. আলম খান মিলন দিবসে ডা. মিলন চত্বরে শ্রদ্ধা নিবেদন করে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে। এখন তারা নির্বাচন বানচাল করার নানা পাঁয়তারা করছে। সে জন্য তারা নানা জায়গায় চোরাগোপ্তা হামলা করছে। তাদের নির্বাচন বানচাল করার স্বপ্নপূরণ হবে না। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে উৎসাহ তাতে বোমাবাজি, অগ্নিসন্ত্রাস করে নির্বাচন ঠেকানো যাবে না।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নয়, অপকর্মের জন্য বিএনপিই সঙ্গী খুঁজে বেড়াচ্ছে।

শহিদ ডা. আলম খান মিলন দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে শহিদ চত্বরে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানানো হয় সহযোগী সংগঠনের পক্ষ থেকেও।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ