• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ফের বিএনপির কঠোর কর্মসূচি আসছে

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৩, ০৮:০১ পিএম

ফের বিএনপির কঠোর কর্মসূচি আসছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদের ‘একতরফা’ তপশিলের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের একদফা আন্দোলনের ধারাবাহিকতায় দেশব্যাপী ফের অবরোধের কর্মসূচি আসছে।

দুই দিন (শুক্র ও শনিবার) বিরতি দিয়ে সপ্তম দফায় আগামী রোববার (২৬ নভেম্বর) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধের কর্মসূচি চূড়ান্ত করেছে বিএনপি।

ইতোমধ্যে যুগপতে থাকা শরিকদের নতুন এই কর্মসূচি জানিয়ে দেওয়া হয়েছে। অল্প কিছু সময়ের মধ্যে যুগপৎভাবে অবরোধের এই কর্মসূচি ঘোষণা করা হবে। বিএনপি ও যুগপৎ শরিকদের সূত্রে এ তথ্য জানা গেছে।

আন্দোলনের ধারাবাহিকতায় গতকাল বুধবার (২২ নভেম্বর) সকাল ছয়টা থেকে দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও যুগপতের শরিকরা, যা আগামীকাল শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ছয়টায় শেষ হবে। 

এর আগে গত ২৯ অক্টোবর থেকে দেশব্যাপী ছয় ধাপে অবরোধ এবং দুই ধাপে হরতাল পালন করেছে বিএনপি ও এর মিত্ররা।

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ