• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

তিন দিনে জাসদের ৩০৪টি মনোনয়ন ফরম বিক্রি

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৩, ০২:০২ এএম

তিন দিনে জাসদের ৩০৪টি মনোনয়ন ফরম বিক্রি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তিন দিনে ৩০৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। গত ১৮ নভেম্বর থেকে ফরম বিক্রি শুরু করে দলটি।

সোমবার (২০ নভেম্বর) গণমাধ্যমে জাসদের পক্ষ থেকে মনোনয়ন ফরম বিক্রির এ তথ্য জানানো হয়। মনোনয়নপ্রত্যাশীরা সশরীরে জাসদ কার্যালয়ে এসে বা অনলাইনে দল নির্ধারিত পাঁচ হাজার টাকা ফি দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করছেন।

সোমবার দলীয় মনোনয়নপত্র যারা সংগ্রহ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- ঢাকা-৫ মো. শহীদুল ইসলাম, মানিকগঞ্জ-১ আফজাল হোসেন খান জকি, মৌলভীবাজার-২ অ্যাডভোকেট বদরুল হোসেন ইকবাল, মৌলভীবাজার-৩ আব্দুল মোসাব্বির, মানিকগঞ্জ-২ রফিকুল ইসলাম, মানিকগঞ্জ-৩ সৈয়দ সারোয়ার হোসেন চৌধুরী, নাটোর-১ মো. মোয়াজ্জেম হোসেন, মৌলভীবাজার-৩ নুরে আলম জিকু, মানিকগঞ্জ-৪ রফিকুল ইসলাম, পাবনা-৪ মো. খালেক, টাঙ্গাইল-৭ মো. মঞ্জুর রহমান মজনু, সুনামগঞ্জ-১ মো. আমিনুল ইসলাম, হবিগঞ্জ-১ দেওয়ান শাহেদ, সিলেট-৩ মনসুর আহমেদ চৌধুরী, রংপুর-৫ আহসানুল কবির লিটন, দিনাজপুর-৬ আফজাল হোসেন, গাইবান্ধা-৫ ডা. একরাম হোসেন, ঠাকুরগাঁও-৩ মো. সোলায়মান ঢালী, নীলফামারী-২ জাবির হোসেন প্রামাণিক, সিলেট-১ শামীম আখতার, সিলেট-২ লোকমান আহমেদ, সিলেট-৩ আব্দুল হাসিব চৌধুরী, সিলেট-৪ মো. নাজমুল ইসলাম, সিলেট-৫ লোকমান আহমেদ, সুনামগঞ্জ-৪ আবু তাহের মো. রুহুল আমিন, নেত্রকোনা-২ অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, কুড়িগ্রাম-২ নুরুল ইসলাম বকসী ঠান্ডা, কুড়িগ্রাম-৪ মো. গোলাম হাবিবুর রহমান বিদ্যুৎ, পিরোজপুর-১ সাইদুল ইসলাম ডালিম, পিরোজপুর-২ সিদ্ধার্থ মন্ডল, পিরোজপুর-৩ রনজিৎ কুমার হাওলাদার।

উল্লেখ্য, শেষ দিনে সোমবার (২০ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দলীয় মনোনয়নপত্র বিক্রি হয়। আগামী ২৩ নভেম্বর মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারসহ বিকেল ৩টায় দলের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ