• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

তৃতীয় দিনে আ.লীগের ৭৩৩টি মনোনয়ন ফরম বিক্রি

প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৩, ০১:২১ এএম

তৃতীয় দিনে আ.লীগের ৭৩৩টি মনোনয়ন ফরম বিক্রি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিন আজ সোমবার (২০ নভেম্বর) ৭৩৩টি ফরম বিক্রি হয়েছে। এতে আয় হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা।

বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব মনোনয়ন ফরম বিক্রি করা হয়। এর মধ্যে সরাসরি ৭০৯টি এবং অনলাইনে বিক্রি হয়েছে ২৪টি ফরম।

এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এর আগে, গত ১৮ নভেম্বর সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে ১ হাজার ৭৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দ্বিতীয় দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ১ হাজার ২১২টি বিক্রি করা হয়।

তিন দিনে মোট বিক্রয় করা ৩০১৯টি মনোনয়ন ফরম থেকে আওয়ামী লীগের আয় হয়েছে ১৫ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কার্যালয়ে আট বিভাগের জন্য স্থাপন করা হয় ১০টি বুথ। সেখান থেকে ফরম বিক্রি করা হয়। এই কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত। এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ