• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

নির্বাচন বানচাল করলে দেশের অনেক ক্ষতি হয়: প্রধানমন্ত্রী

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৩, ০৫:৩৪ পিএম

নির্বাচন বানচাল করলে দেশের অনেক ক্ষতি হয়: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের মানুষের উপর যাদের আস্থা নেই, বিশ্বাস নেই তারা নির্বাচন বানচালের চেষ্টা করে যাচ্ছে। অথচ একটা নির্বাচন বানচাল করলে দেশের অনেক বড় ক্ষতি হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় নির্বাচনে আসা সবাইকে ধন্যবাদ জানান তিনি।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যান প্রধানমন্ত্রী। এসময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য গোপালগঞ্জ-৩ আসনের দলীয় মনোনয়ন ফরম কিনেন তিনি। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শেখ হাসিনা এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নিয়ম মেনে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। আমরা ভেবেছিলাম অন্যান্য দল নির্বাচনে আসবে। যারা নির্বাচনে এসেছে সবাইকে ধন্যবাদ জানাই। আর যাদের মানুষের উপর আস্থা নেই, বিশ্বাস নেই তারা নির্বাচন বানচালের চেষ্টা করে যাচ্ছে। অথচ একটা নির্বাচন বানচাল করলে দেশের যে একটা বড় ক্ষতি হয়, তা দুঃখ জনক।’

আওয়ামী লীগ এ দেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে জানিয়ে তিনি বলেন, ‘বহু কষ্ট করে দেশে ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠা করেছি। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর এটা আমরা করতে পেরেছি। মানুষ এখন স্বাচ্ছন্দ্যে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারছে। এটা অব্যহত রাখতে হবে। আর ভোট নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া হবে না।’

এসময় যারা ধ্বংসাত্নক কাজ করছে তাদের প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, ২০১৩-১৪ সালে আমরা দেখেছি বহু মানুষ আগুনে পুড়েছে। এখন আবার আগুন সন্ত্রাস শুরু হয়েছে। এটা কোন ধরণের রাজনীতি আমি বুঝি না। যাদের মানুষের উপর আস্থা নেই, বিশ্বাস নেই তারা নির্বাচন বানচালের চেষ্টা করে যাচ্ছে। এভাবে নির্বাচন বানচাল করে গণতন্ত্রকে ব্যহত করতে চায় বিএনপি-জামায়াত। আমি দেশের মানুষের প্রতি আহ্বান জানাই, যারা ধ্বংসাত্নক কাজ করছে তাদের প্রতিহত করতে হবে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ