• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অবরোধের সমর্থনে নাইটিঙ্গেল মোড়ে এলডিপির মিছিল

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩, ০৮:৪১ পিএম

অবরোধের সমর্থনে নাইটিঙ্গেল মোড়ে এলডিপির মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

বুধবার দুপুর ১২ টায় নাইটিঙ্গেল মোড় থেকে মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। মিছিলটি পল্টন মোড় ঘুরে নাইটিঙ্গেল মোড় হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়।

এলডিপির ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরীর নেতৃত্বে মিছিলে অংশ নেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি প্রমুখ।

মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এলডিপির ভাইস প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী বলেন, দেশবাসীর প্রতি আহ্বান আসুন আমরা একসঙ্গে সমবেত হয়ে একটা দুর্ভেদ্য উত্তাল আন্দোলন গড়ে তুলি। আওয়ামী লীগের এই কর্তৃত্ববাদী, লুটেরা সরকারকে সরিয়ে নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করব। কোনো আপোষ নয়, ফয়সালা হবে রাজপথে।

প্রসঙ্গত, ২৮ অক্টোবর রাজনৈতিক সহিংসতার পর বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা তৃতীয় দফার অবরোধ কর্মসূচি চলছে। আজ প্রথম দিনে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল পিকেটিং হয়েছে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ