প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৩, ০৩:৫৪ এএম
বিএনপিকে প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা চেয়ে দোষীদের দল থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। শনিবার সকালে নগরীর আম্বরখানায় ইউনিমার্ট কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান মন্ত্রী।
এ সময় ড. একে আব্দুল মোমেন বলেন, বিএনপি আন্দোলনের নামে মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে। ২৮ অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে, তারা পুলিশ হত্যা, সাংবাদিক নির্যাতন, বিচারকের বাসায় হামলা ও হাসপাতালে আগুন দিয়েছে। এর জন্য জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে দোষীদের দল থেকে বহিষ্কার করা উচিত। একই সঙ্গে বিএনপির নেতাদের প্রতি সন্ত্রাস ও মিথ্যাচারের পথ ছেড়ে নির্বাচনে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
ইউনাইটেড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ও জনপ্রিয় প্রিমিয়াম সুপারস্টোর ইউনিমার্ট সম্প্রতি সিলেটের আম্বরখানা পয়েন্টে এর ফ্ল্যাগশিপ আউটলেট চালু করেছে। এটি ঢাকার বাইরে তাদের প্রথম আউটলেট। এ আউটলেটে ইউনিমার্ট, শেফ’স টেবিল, ক্রিস্প, ইনডালজ ও ফার্মেসি চেইন ওয়েলবিয়িংসহ গ্রুপের সব ব্র্যান্ডগুলো এক ছাদের নিচে থাকবে।
আউটলেট উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মঈনউদ্দিন হাসান রশীদ, ইউনিমার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুরতজা জামান।
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন