• ঢাকা শুক্রবার
    ২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

বিএনপি ছাড়া নির্বাচন হবে না, এই ধারণা ভুল: সালমান এফ রহমান

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৩, ১০:৫৮ পিএম

বিএনপি ছাড়া নির্বাচন হবে না, এই ধারণা ভুল: সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি ছাড়া নির্বাচন হবে না— এ ধারণা ভুল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান।

শুক্রবার নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের পাড়াগ্রামে কালীগঙ্গা নদীর ভাঙন প্রতিরোধে এক প্রকল্পের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সেই ধারাবাহিকতা ধরে রাখা যাবে যদি নৌকাকে ভোট দেন।

বিএনপির উদ্দেশে তিনি বলেন, গায়ের জোরে নয়, নির্বাচন করে ক্ষমতায় আসুন। গ্রহণযোগ্যতা যাচাই করুন। হরতাল-অবরোধ করে লাভ হবে না। জ্বালাও-পোড়াও করে অর্থনৈতিক ক্ষতি করছেন। শুধু শুধু মানুষকে কষ্ট দিয়ে লাভ নেই।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ