• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

অগ্নিসন্ত্রাস প্রতিহতে রাজপথে থাকার শপথ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের

প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৩, ০১:৫৬ এএম

অগ্নিসন্ত্রাস প্রতিহতে রাজপথে থাকার শপথ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির ডাকা অবরোধের তৃতীয় দিনে বৃহস্পতিবার বাড্ডায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এ সময় তারা সড়কে মিছিল করেন। মিছিলটি বাড্ডা থেকে কুড়িল বিশ্বরোড হয়ে রামপুরা মালিবাগ চৌধুরীপাড়া হয়ে উত্তর বাড্ডা রোডে এসে শেষ করে। পরে পথসভায় বক্তারা বলেন, অগ্নিসন্ত্রাস প্রতিহতে রাজপথে থাকবে ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ।

মিছিলে উপস্থিত ছিলেন- হেদায়েতউল্লাহ রন সিআইপি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ফারুক মিলন, সাবেক ছাত্রনেতা শাহাদাত হোসেন সিকদার সুমন, হাজী বিল্লাল হোসেন, রুহুল আমিন, ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সেলিম, ৪২নং ওয়ার্ড কাউন্সিলর আইয়ুব আনসার মিন্টু, সাবেক ছাত্রনেতা ওয়াসিকুর রহমান বাবু, হাজী আব্দুস সাত্তার ও  ওমর শরীফ দিপু, সাজেদুল ইসলাম রাকিব উপস্থিত ছিলেন যুবলীগের বাড্ডা থানা আহবায়ক কায়সার মাহমুদ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সদস্য, নাদিম আহমেদ, মীর রাসেল, হুমায়ুন  কবির সরকার, মোহাম্মদ জসিম, পলাশ মোল্লা, বাড্ডা থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক বাদশা, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মো. পলাশ, বাড্ডা থানা ছাত্রলীগের সভাপতি, আকাশ আহমেদ বাবু, সাধারণ সম্পাদক, তানভীর ভূঁইয়া হিমেল, ভাটারা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম উল্লাস, ভাটারা থানার যুবলীগ নেতা মো. মিলন।

মিছিলপরবর্তী পথসভায় সবাইকে নিয়ে রাজপথে থেকে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতে দৃঢ় শপথ ব্যক্ত করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ফারুক মিলন ও হেদায়েত উল্লাহ সিআইপি।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ