• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিকালে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৩, ১০:১৬ পিএম

বিকালে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। বিকাল ৪ টায় জুমে এ সংবাদ সম্মেলন করা হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এতে বক্তৃতা করবেন।

সোমবার দুপুরে বিএনপির দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার থেকে টানা তিন দিন দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার বিকালে রুহুল কবির রিজভী জুমে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।  

তিনি বলেন, আগামী ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করা হবে।  দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে এ কর্মসূচি সফলের জন্য আহ্বান জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকার পতন আসন্ন। তাই সবাই ঘর থেকে বেরিয়ে আসুন। জনগণের আন্দোলন কখনো বৃথা যায় না। গণতন্ত্রকামী জনগণের বিজয় হবেই।

এদিকে ২৮ অক্টোবর মহাসমাবেশে সংঘাতের ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। দলের জ্যেষ্ঠ নেতাদের বাসায় বাসায় তল্লাশি চালানো হয়েছে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ