• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

২৫ হাজার নেতাকর্মী নিয়ে ঢাকায় পটুয়াখালী বিএনপি

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৩, ০৮:৫৯ পিএম

২৫ হাজার নেতাকর্মী নিয়ে ঢাকায় পটুয়াখালী বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার বিএনপির মহাসমাবেশে যোগ দিতে পটুয়াখালী জেলা বিএনপির ২৫ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেছে বলে দাবি করেছেন পটুয়াখালী জেলা আহ্বায়ক কমিটির অন্যতম শীর্ষ নেতা অ্যাড. মো. মজিবুর রহমান টোটন।

শনিবার বিকাল ৩টার সময় সমাবেশ হওয়ার কথা থাকলেও এর দুই দিন আগে থেকে ঢাকায় এসে উপস্থিত হয়েছেন নেতাকর্মীরা। ‌এ ছাড়া ঢাকা সমাবেশে যাওয়ার পথে ৭ জন নেতাকর্মী ঢাকায় আটক হয়েছেন বলে জানা গেছে।

পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি মো. শামীম আহমেদ বলেন, পটুয়াখালী জেলা ছাত্রদলের হাজারো নেতাকর্মী এখন ঢাকা অবস্থান করছেন। সমাবেশের কয়েকদিন আগে থেকেই আমরা ঢাকায় এসেছি। আমাদের নেতাকর্মীদের ঢাকায় আসতে অনেক বাধা দেওয়া হয়েছে। পথে তল্লাশি করা হয়েছে। শত বাধা উপেক্ষা করে আমরা সমাবেশে এসেছি।

পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান বলেন, সমাবেশের ডাক দেওয়ার সঙ্গে সঙ্গেই পটুয়াখালী জেলার নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে আমরা দুই দিন আগে থেকেই ঢাকায় অবস্থান করি। তবে গতকাল বিকেল থেকে ব্যাপক আকারে তল্লাশি ও আটকের কারণে অনেকে আসতে পারেনি।

পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম শীর্ষ নেতা ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন বলেন, পটুয়াখালী থেকে প্রায় ২৫ হাজার নেতাকর্মী আজকের এই সমাবেশে অংশগ্রহণ করেছে। ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের পথে পথে বাধা দেওয়া হয়েছে। সমাবেশের দুই দিন আগে বুধবার ও বৃহস্পতিবার নেতাকর্মীরা ঢাকায় এসেছেন। এখন পর্যন্ত সাতজন নেতাকর্মীকে আটকের খবর পেয়েছি। 

আর্কাইভ