প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৩, ১১:০২ পিএম
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘ছাত্র-যুব সমাবেশ’ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আগামী ২০ অক্টোবর (শুক্রবার) জুমার নামাজের পর এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন এবং বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে এ কর্মসূচি পালন করবে দল দু’টি।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে ইসলামী যুব আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনের মধ্যে এক যৌথ সভায় এ নিয়ে আলোচনা হয়। এতে সভাপতিত্ব করেন যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন।
এতে ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী ও ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইউসুফ মানসুরসহ উভয় সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় ছাত্র-যুব সমাবেশের সর্বশেষ প্রস্তুতি নিয়ে বিশদ আলোচনা হয়। ছাত্র-যুব সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন জানান, সরকার টালবাহানা করে পার পাবে না। পদত্যাগ করে জাতীয় সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার দিন শেষ। ছাত্র-যুব সমাবেশ থেকে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।
জানা গেছে, ইসলামী যুব আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনের আয়োজনে এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
সমাবেশের উদ্বোধন করবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ। সভাপতিত্ব করবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন।