• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

মধ্যরাতে বিএনপি নেতা এ্যানিকে নিয়ে আসা হলো থানায়

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৩, ০৫:১৫ পিএম

মধ্যরাতে বিএনপি নেতা এ্যানিকে নিয়ে আসা হলো থানায়

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি ধানমন্ডি থানার হাজতে আছেন বলে জানা গেছে।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার (১০ অক্টোবর) মধ্যরাতে এ্যানির ধানমন্ডির বাসায় গিয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

দলটির পক্ষ থেকে বলা হয়, রাত দেড়টায় পুলিশ তার বাসার চারপাশে অবস্থান নেয়। রাত সোয়া দুইটার দিকে এ্যানির বাসায় প্রবেশের চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে তার বাসার দরজা ভেঙে তাকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়।

বর্তমানে এ্যানিকে ধানমন্ডি থানায় নিয়ে হাজতে রাখা হয়েছে।

আটকের আগে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ফোনে গণমাধ্যমকে বলেন, বর্তমানে আমি সব মামলায় জামিনে আছি, তারপরও পুলিশ বেআইনিভাবে আমাকে তুলে নেয়ার চেষ্টা করছে।

এদিকে ধানমন্ডি থানার পক্ষ থেকে আটকের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরিচয় গোপন রাখার শর্তে থানার এক ঊর্ধ্বতন কর্মকর্তা সিটি নিউজ ঢাকাকে জানান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বিরুদ্ধে মামলা আছে। নিয়মিত মামলায় তাকে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে তাকে গ্রেফতার দেখানো হতে পারে। 

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ