• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

জাতির ওপর চেপে বসা মনস্টার দূর করতে হবে: ফখরুল

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৩, ০১:২৬ এএম

জাতির ওপর চেপে বসা মনস্টার দূর করতে হবে: ফখরুল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতির ওপর চেপে বসা মনস্টারকে (বিশালকায় দৈত্য) উৎখাত করে দেশকে মুক্ত করাই হবে এখন তাদের দায়িত্ব।

মঙ্গলবার (১০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে গণ অধিকার পরিষদ আয়োজিত গণতন্ত্র, সার্বভৌমত্ব ও রোহিঙ্গা সংকট, শহীদ আববার ফাহাদের প্রেরণা শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে গণতন্ত্রকে বিশ্বাস করে না। ১৯৭৫ সালের বাকশাল তারই প্রতিফলন। বর্তমানে আরেক অঘোষিত বাকশাল কায়েম চলছে দেশে। তখন ছিল রক্ষী বাহিনী। তাদের কাজ ছিল সরকারের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে উঠিয়ে নিয়ে হত্যা করা। আরেকটা ছিল মুজিব বাহিনী।

ইনু, মান্না, আ স ম রব তারা ছিল আওয়ামী লীগের বড় নেতা। কিন্তু তারা এই জালিমের কবল থেকে বের হয়ে জাসদ গঠন করে প্রথম বিপ্লব করেছিল। জাসদের ৩০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল তখন।

আওয়ামী লীগ দেশের স্বাধীনতা, গণতন্ত্র সব ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘ঘরে বসে সভা করার আর সময় নেই। এখন সময় হচ্ছে রাজপথে নেমে আমাদের কথাগুলো কাজে পরিণত করা। যে মনস্টার জাতির ওপর চেপে বসেছে, তাদের উৎখাত করে দেশকে মুক্ত করা।’

এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর দাবিও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ