• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিদেশিদের পেছনে টাকা ঢালছে বিএনপি, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৩, ১২:৫৫ এএম

বিদেশিদের পেছনে টাকা ঢালছে বিএনপি, অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির আন্দোলনে জনগণের কোনো সমর্থন নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা কার্যালয়ে মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

আগামী ১৪ অক্টোবর রাজধানীর কাওলা সিভিল এভিয়েশন মাঠের জনসমাবেশকে সামনে রেখে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কারো দয়ায় বিশ্বাস করে না, জনগণের ওপর নির্ভর করে। তাই বিদেশিদের কাছে দৌড়াদৌড়ি করে লাভ নেই।

বিএনপি ষড়যন্ত্র করছে দাবি করে তিনি বলেন, যতই ষড়যন্ত্র করেন, কোনো লাভ নেই। মানুষ আবারো আওয়ামী লীগকে ভোট দেবে। দেশের মানুষ বিএনপিকে ভোট দেবে না জেনে গেছে বলেই, তারা বিদেশিদের পেছনে টাকা ঢালছে।

এ সময় দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে কুৎসা রটালে জনগণ কঠোর জবাব দেবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ