• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে: আব্বাস

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩, ১২:৫৭ এএম

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে: আব্বাস

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, হত্যার উদ্দেশ্যে খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে। আইনের অপব্যাখ্যা দিয়ে খালেদা জিয়ার চিকিৎসায় বাধা দেয়া হচ্ছে।

সোমবার (৯ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।

আব্বাস বলেন, একটা অমানবিক, দানবীয় সরকারের কাছে চিকিৎসার দাবি করে লাভ নাই৷ বেগম জিয়া আজ বন্দী, তার কোনো স্বাধীনতা নাই। খালেজা জিয়াকে যখন গ্রেফতার করা হয়, এর উদ্দেশ্যই ছিল তাকে হত্যা করা। সারাজীবন ক্ষমতায় থাকতে নিজের মতো করে সংবিধান বানিয়েছে আওয়ামী লীগ।

তিনি বলেন, খালেজা জিয়া দেশে বহুদলীয় গনতন্ত্র কায়েম করেছিলেন। জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনীতি করার লাইসেন্স দিয়েছিলেন। এর আগে আওয়ামী লীগ বাকশালে ঢুকে গিয়েছিল।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, তত্ত্বাবধায়ক সরকার নাকি সংবিধানে নাই, আরে বাংলাদেশে তো কিছুই নাই। বাংলাদেশের সব খালি হয়ে গিয়েছে। ট্রেজারি থেকে শুরু করে সব খালি হয়ে গিয়েছে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ