• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নির্বাচন নিয়ে মার্কিন পর্যবেক্ষকদের যা বললেন আমীর খসরু

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৩, ০৬:৫৯ পিএম

নির্বাচন নিয়ে মার্কিন পর্যবেক্ষকদের যা বললেন আমীর খসরু

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এমন কথা জানানো হয়েছে তাদের। সোমবার (০৯ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের পাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বৈঠক শেষে সাংবাদিকদের আমীর খসরু জানান, সকলের মনে নির্বাচন নিয়ে প্রশ্ন জেগে আগামী নির্বাচন নিয়ে, অংশীদারী ও নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিকমানের হবে কিনা, কীভাবে করা যায়; তারা জানতে চেয়েছেন। আমরা বলেছি শেখ হাসিনার অধীনের সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি আরও বলেন, এ সরকারকে পদত্যাগ করতে হবে, নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও জানানো হয়েছে।

তারা তত্ত্বাবধায়ক সরকারের কথা না বললেও এ সরকারের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন হবে না এ আশঙ্কা থেকেই তো তারা তৎপরতা চালাচ্ছে তাই না যোগ করেন তিনি।

গুলশানে সকাল ১০টা ২৩ মিনিটে শুরু হওয়া এ বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

তারা হলেন-দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা ইসমাইল হোসেন জবিউল্লাহ, মানবাধিকারবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে ছিলেন- মারিয়া চিন আব্দুল্লা, মারিও মাইত্রি, জেমি ক্যানডেন্স সাক্স স্পাইকারম্যান, আকাশ সিসাসাই কুলোরি, ডেনিয়েল মাইকেল রেইলি, জিওফ্রে পিটার ম্যাকডোনাল্ট।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ