• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চাইলেও নির্বাচন বানচাল করতে পারবে না বিএনপি: কামরুল ইসলাম

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৩, ০১:২৭ এএম

চাইলেও নির্বাচন বানচাল করতে পারবে না বিএনপি: কামরুল ইসলাম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনকে বানচাল করতে চাইলেও বিএনপি তা করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) কামরাঙ্গীরচর ঈদ্গাহ মাঠে ৫৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

দেশের মাটিতে তত্ত্বাবধায়ক সরকার আর হবে না, যারা স্বপ্ন দেখছেন এটা দুঃস্বপ্ন বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপিকে জাতীয় নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, 
আমরা খালি মাঠে গোল দিতে চাই না। অস্তিত্ব রক্ষার জন্যই বিএনপিকে নির্বাচনে আসতে হবে, না হলে কর্মীরাই তাদের গণধোলাই দেবে।

সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম নেতাকর্মীদের সতর্ক করে বলেন, পঁচাত্তরের খুনিরা এখনও উন্নয়ন-অগ্রগতিকে ব্যাহত করতে চায়। তাই সবাইকে সেদিকে নজর রাখতে হবে।

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, জনগণ যদি আপনাদের ভোট দেয় তাহলে আমরা মেনে নেব। জনমত যাচাই করতে হলেও নির্বাচনে আসুন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ