• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতির লক্ষণ নেই: চিকিৎসক

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৩, ০৫:৩৩ পিএম

খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতির লক্ষণ নেই: চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লিভার সিরোসিসসহ নানা রোগে আক্রান্ত হয়ে প্রায় দুই মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মূল শারীরিক সমস্যা তো কাটছেই না বরং শরীরে নতুন নতুন সমস্যার উপসর্গ দেখা দিচ্ছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। স্বাস্থ্যের উন্নতির কোনো লক্ষণও দেখছেন না তারা। তার মেডিকেল বোর্ডের একজন সদস্য বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ধীরে ধীরে অবনতির দিকেই যাচ্ছে। 

মেডিকেল বোর্ডের ওই সদস্য জানিয়েছেন, খালেদা জিয়ার লিভার, কিডনি, হৃদযন্ত্র, ফুসফুস ইত্যাদি প্রত্যঙ্গে নতুন নতুন সমস্যা বা উপসর্গ দেখা দিচ্ছে। নতুন নতুন উপসর্গ বা সমস্যা যা দেখা দিচ্ছে. তা প্রশমন করা হচ্ছে বা কোনোভাবে ঠেকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, যাতে রোগীর কষ্ট কমানো যায়।

বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া এখন বেশ অসুস্থ। ৭৮ বছর বয়সী গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার লিভার দেশে প্রতিস্থাপন করা সম্ভব নয়। ফলে তাকে যথাযথ চিকিৎসা দেওয়া যাচ্ছে না। কিন্তু তার লিভার সিরোসিসের কারণে খালেদা জিয়ার কিডনি, হৃদযন্ত্র, ফুসফুসের জটিলতা বেড়েই চলেছে।

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ