• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আজ কোথায় কখন বিএনপির কর্মসূচি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৩, ০৭:১৫ পিএম

আজ কোথায় কখন বিএনপির কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয়-নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ, সমাবেশ ও পদযাত্রা করবে বিএনপি।

শুক্রবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘মহিলা সমাবেশ’-এর আয়োজন করবে জাতীয়তাবাদী মহিলা দল।

এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখবেন বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ ও মহিলা দলের সিনিয়র নেতারা। সভাপতিত্ব করবেন মহিলা দল সভানেত্রী আফরোজা আব্বাস। সঞ্চালনা করবেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

এ ছাড়া ‘একদফা’ দাবিতে যুগপৎ আন্দোলন কর্মসূচি হিসেবে শেখ হাসিনাসহ সরকারের পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবিতে বিকাল সাড়ে ৩টায় বিজয় নগর পানির ট্যাংকসংলগ্ন মাঠে ১২-দলীয় জোটের গণসমাবেশ।

এতে সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও লিয়াজোঁ কমিটি প্রধান নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি থাকবেন বিএনপি ভাইস চেয়ারম্যান ও লিয়াজোঁ কমিটির সদস্য আবদুল আউয়াল মিন্টু।

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ