• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রোডমার্চের নামে আগুন সন্ত্রাসের চেষ্টা করলে মার দেয়া হবে: শাহীন চাকলাদার

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩, ০২:৫৩ এএম

রোডমার্চের নামে আগুন সন্ত্রাসের চেষ্টা করলে মার দেয়া হবে: শাহীন চাকলাদার

ছবি: সংগৃহীত

যশোর প্রতিনিধি

বিএনপির খুলনা বিভাগীয় রোডমার্চের আগের দিন সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে যশোর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে দলের জেলা সাধারণ সম্পাদক, সংসদ সদস্য শাহীন চাকলাদার বলেছেন, রোড মার্চের নামে আগুন সন্ত্রাসের চেষ্টা করলে কাল থেকেই খেলা শুরু হয়ে যাবে।

তিনি বলেন, যশোরের বিভিন্ন স্থান থেকে বিএনপি, জামায়াত-শিবিরের লোকজন বাড়ি ছেড়ে সমাবেশে যাচ্ছে। ঢাকায় গেলে আর যশোরে ফিরতে দেয়া হবে না।

তিনি বলেন, তারেক রহমান তাদের এক দফার আন্দোলন সফল করতে নিজে দায়িত্ব নিয়েছেন। তারেক থাকে লন্ডনে, আপনারা থাকবেন যশোরে। তারেকের কিছু হবে না। ক্ষমতায় আপনারা যেতে পারবেন না। বিপদে আপনারাই পড়বেন। মামলা খেলে আপনারাই খাবেন। তারপরও যদি আপনারা ভালো হতে না চান, মার শুরু হবে, মার। শান্ত যশোরকে অশান্ত করার চেষ্টা করলে সত্যি সত্যি এবার আপনাদের মার দেওয়া ছাড়া উপায় নেই।

যশোর শহরের চৌরাস্তা মোড়ে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। সমাবেশে যশোর-২ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) ডা. নাসিরউদ্দিনসহ দলের জেলা ও উপজেলা ইউনিটের নেতারা বক্তৃতা করেন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে শাহীন চাকলাদার আরও বলেন, আপনারা স্যাংশন, ভিসা নীতির কথা বলছেন। আমাদের দুর্নীতির টাকা আমেরিকায় বসানো নেই, আমাদের ভিসা নীতির ভয়ও নেই। ভিসা নীতিতে পড়েছে বিএনপির সন্ত্রাসীরাই।

তিনি আরও বলেন, বিএনপি জামায়াত-শিবির আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে। তারা যদি হরতাল দেয়, যশোরে দোকান-পাট খোলা থাকবে, গাড়ি চলবে, সবকিছু স্বাভাবিক থাকবে। কোন দোকানপাটে আগুন ধরলে ক্ষতিপূরণ জেলা আওয়ামী লীগ দেবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ আওয়ামী লীগ দেবে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ