• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
বিএনপিকে হানিফ বলেছেন

ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফাবেন না

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩, ০১:১২ এএম

ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফাবেন না

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি নেতাদের উদ্দেশ করে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ভিসা নীতির অন্তরালে কি আছে তা না দেখে, না জেনে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফাবেন না।

সোমবার (২৫ সেপ্টেম্বর) উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশে একথা বলেন তিনি।

হানিফ বলেন, আজকের শান্তি সমাবেশ দেখে মনে হচ্ছে নির্বাচনী সমাবেশ। সারা দেশের মানুষ এখন নির্বাচনমুখী। নির্বাচনের মধ্য দিয়ে আবার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে কিনা তার ফায়সালা হবে। কিন্তু বিএনপি-জামায়াত নির্বাচন বানচালের পাঁয়তারা করছে।

বিএনপি-জামায়াত ক্ষমতার বাহিরে থাকা অবস্থায়ও দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বলেন, বিএনপির এই নির্বাচন বানচাল করার পরিকল্পনায় কিছু সুশীল সমাজও উসকানি দিচ্ছে। জনগণ তারেকের মতো পলাতক খুনিকে ক্ষমতায় দেখতে চায় না, তাই বিএনপি নির্বাচন বানচাল করতে চায়।

ভিসা নীতির নাটক কেনো পরিচালিত হচ্ছে প্রশ্ন রেখে হানিফ বলেন, পশ্চিমা শক্তির যেকোনো অপশক্তিকে রুখে দিয়ে আমরা রাজপথে থাকব।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ