• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আমিনবাজারে বিএনপির সমাবেশ স্থগিত

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০৭:৫১ পিএম

আমিনবাজারে বিএনপির সমাবেশ স্থগিত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রশাসনের অনুমতি না পাওয়ায় রাজধানীর আমিনবাজারে বিএনপির সমাবেশ স্থগিত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমাবেশ মঞ্চ ভেঙে দিয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এ সভা স্থগিত করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী, খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকার পুনপ্রতিষ্ঠার একদফা দাবিতে পুরান ঢাকার সূত্রাপুরের ধোলাইখালে বেলা তিনটায় সমাবেশ করার কথা রয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

একই দাবিতে বেলা আড়াইটা থেকে ঢাকা জেলা বিএনপির সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আমিনবাজার চিশতি ফিলিং স্টেশন-সংলগ্ন এলাকায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমাবেশ মঞ্চ ভেঙে দেয়ায় পূর্ব ঘোষিত এ সমাবেশ স্থগিত করা হয়।

এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বেলা ৩ টায় নয়া পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসে ঢাকা জেলা নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেবেন মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) কোথায় কখন সমাবেশ করা হবে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ