• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

রাজধানীতে বিএনপির সমাবেশ, মঞ্চের পদযাত্রা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০৫:৫৫ পিএম

রাজধানীতে বিএনপির সমাবেশ, মঞ্চের পদযাত্রা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর পৃথক দুটি স্থানে সমাবেশ করবে বিএনপি। পাশাপাশি সরকারের পদত্যাগ ও রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের দাবিতে পদযাত্রা করবে গণতন্ত্র মঞ্চ। এছাড়াও একই দাবিতে বিক্ষোভ সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে গণঅধিকার পরিষদের উভয় অংশ।

বিএনপির পক্ষে থেকে জানানো হয়েছে, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর ধোলাইখাল সমাবেশ অনুষ্ঠিত হবে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় অনুষ্ঠেয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই দাবিতে ঢাকা জেলা বিএনপির উদ্যোগে রাজধানীর আমিনবাজার সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সরকারের পদত্যাগের পাশাপাশি রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের দাবিতে বিকেল ৪টায় খিলগাঁও তালতলা মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। এরপর পদযাত্রা করবে তারা। এতে জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

এদিকে, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে বিকেল সাড়ে ৩টায় পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ করবে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। একই দাবিতে বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবে সামনে গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে রেজা কিবরিয়া নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ