• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিএনপিই খালেদা জিয়াকে চায় না, তাই কোর্টেও আবেদন করে না: কামরুল

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০১:৩৯ এএম

বিএনপিই খালেদা জিয়াকে চায় না, তাই কোর্টেও আবেদন করে না: কামরুল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেগম খালেদা জিয়াকে বিএনপি মাইনাস করতে চায়। তাই তারা কোর্টে গিয়ে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার আবেদন করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে আমিন বাজার ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। বলেন, বিএনপির আন্দোলনে জনসমর্থন নেই।

কামরুল ইসলাম বলেন, ১৫ বছর আগের বাংলাদেশ এবং ১৫ বছর পরের শেখ হাসিনার বাংলাদেশ এক নয়। দেশ এখন সব দিক দিয়ে এগিয়েছে। বৈশ্বিক কারণে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। কিন্তু মানুষের ক্রয়ক্ষমতাও বেড়েছে। মানুষের জীবনযাপন দেখলেই তা বুঝা যায়।

তিনি বলেন, দেশের এগিয়ে যাওয়া বাধাগ্রস্ত করতে বিএনপি ষড়যন্ত্র করছে, কিন্তু নির্বাচন যথাসময়েই হবে। কোনো বিদেশি শক্তি নির্বাচন ঠেকাতে পারবে না।

এসময় খালেদা জিয়াকে নিয়েও কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির এই সদস্য। বলেন, ‘সরকারের পক্ষে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই, সেজন্য বিএনপির কোর্টে যাওয়া উচিত। কিন্তু তারা নিজেরাই চায় না খালেদা জিয়া সুস্থ হোক।’

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ