• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

অক্টোবরে বিএনপি মরণ কামড় দেবে, সতর্ক থাকতে হবে: মির্জা আজম

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৩, ০১:২০ এএম

অক্টোবরে বিএনপি মরণ কামড় দেবে, সতর্ক থাকতে হবে: মির্জা আজম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি জানে, রোডমার্চের মতো কর্মসূচি দিয়ে আওয়ামী লীগের কিছু করতে পারবে না। তাই অক্টোবর মাসে বিএনপি মরণ কামড় দেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় একথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, বিএনপি আবারও অগ্নিসন্ত্রাস, নাশকতা, অরাজকতার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। সব জানার পরও আমরা দায়িত্বশীল না হলে তাদের পরিকল্পনাই সফল হবে। তাই আমাদের (আওয়ামী লীগ) প্রতিটি কর্মসূচি সফল করতে হবে।

মির্জা আজম বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করতে হবে, অপশক্তির বিরুদ্ধে লড়তে হবে। পুরো অক্টোবর মাস আমরা ঘুমাবো না, জেগে জেগে পাহারা দেব। পুরো অক্টোবর মাস আমরা রাজপথে থাকব।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ