• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

দেশের ১৫ লাখ কোটি টাকা পাচার হয়েছে: গয়েশ্বর

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৩, ০৭:৪০ পিএম

দেশের ১৫ লাখ কোটি টাকা পাচার হয়েছে: গয়েশ্বর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বাংলাদেশের মানুষ এখন আর শেখ হাসিনাকে বিশ্বাস করেনা। কারণ বাংলাদেশের ১৫ লাখ কোটি টাকা পাচার হয়েছে। হাসিনার সঙ্গে যারা আছে, তারা এসব পাচার করেছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর মহানগর বিএনপি উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, দেশে অর্থনৈতিক দশ নেমেছে। এ অবস্থা চলতে থাকলে মনুষ মানুষের মাথা খাবে।

তিনি বলেন, সারা বিশ্ব দেশে সকল দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু নির্বাচন চায়। নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে কে সরকার হবেন। জনগণ সিদ্ধান্ত নিবেন কাকে সরকার বানাবেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ডু অর ডাই। হয় বাঁচব, না হয় মরে যাব। লক্ষ্য একটাই শেখ হাসিনা সরকারের পতন।

মহানগর বিএন‌পির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনির সঞ্চালনায় সমাবেশে  প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড.আব্দুস সালাম আজাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বেনজির আহমেদ টিটু সাংগঠনিক সম্পাদক,কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, ডা. মাজহারুল আলম কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকারী সভাপতি সালাহ উদ্দিন সরকার প্রমুখ।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ