• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

রোডমার্চে নেতাকর্মীদের ওপর ক্ষোভ ঝাড়লেন মির্জা ফখরুল

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০২:৫৮ এএম

রোডমার্চে নেতাকর্মীদের ওপর ক্ষোভ ঝাড়লেন মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রোডমার্চে গাড়িবহর আটকে দেয়ায় দলীয় নেতকর্মীদের ওপর ক্ষোভ ঝাড়লেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারুণ্যের রোডমার্চ রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর মোহনপুর বাজারে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহর আটকে দেন। এ সময় দলের মহাসচিবকে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য দেয়ার জন্য অনুরোধ জানান নেতাকর্মীরা। বারবার অনুরোধ করার পরও নেতাকর্মীরা রাস্তা ছেড়ে না দেয়ায় ক্ষিপ্ত হয়ে হ্যান্ডমাইকে বক্তব্য রাখেন মির্জা ফখরুল।

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আমি এখানে এক মিনিটও বক্তব্য রাখবো না। আপনারা দ্বিতীয় কোনো কথা বললে চিহ্নিত করে রাখবো। আপনারা আমার সঙ্গেও এই ব্যবহার করতে পারেন, আমি ভাবতেই পারি না।’

নেতাকর্মীদের ওপর ক্ষোভ ঝেড়ে ফখরুল আরও বলেন, ‘রাজশাহীতে মিটিং আছে, সন্ধ্যা হয়ে গেছে। আপনারা এভাবে রাস্তায় রাস্তায় গাড়ি আটকালে আমরা কখন মিটিং করবো।’

পরে বিএনপি মহাসচিব শান্ত হয়ে বলেন, ‘খুব সংকটময় মুহূর্ত পার করছি আমরা। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

রংপুর থেকে দিনাজপুর ও বগুড়া থেকে রাজশাহী পর্যন্ত তারুণ্যের রোডমার্চের মধ্য দিয়ে রোববার শেষ হচ্ছে বিএনপির তিন সহযোগী সংগঠনের দুদিনের কর্মসূচি। শনিবার (১৬ সেপ্টেম্বর) রংপুরের গ্রান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এ রোডমার্চ।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ