• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিএনপি বাংলাদেশকে বারবার হেয় করার চেষ্টা করছে: কামরুল ইসলাম

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৩, ০১:২৯ এএম

বিএনপি বাংলাদেশকে বারবার হেয় করার চেষ্টা করছে: কামরুল ইসলাম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদেশিরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে বিএনপির লজ্জা হয় না মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকোট কামরুল ইসলাম বলেছেন, বিদেশিদের দিয়ে বিএনপি বারবার বাংলাদেশকে হেয় করার চেষ্টা করছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জের তারানগরে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অ্যাডভোকোট কামরুল ইসলাম বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিরা হস্তক্ষেপ করলে বিএনপির কোনো লজ্জা হয় না, কিন্তু রাশিয়া বাংলাদেশের মানুষের পক্ষে কথা বললে তাদের গাত্রদাহ শুরু হয়।

সাবেক এ খাদ্যমন্ত্রী বলেন, বিএনপির সুর নরম হওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয় তারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে। তারা নির্বাচনে এলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়ার পাশাপাশি বিএনপিসহ সকল অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ