• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিমানবন্দরে নেমেই হয়রানির অভিযোগ ফখরুলের

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৩, ০৩:০৩ এএম

বিমানবন্দরে নেমেই হয়রানির অভিযোগ ফখরুলের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বিমানবন্দরে নেমেই হয়রানির অভিযোগ করেছেন তিনি।

শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে স্ত্রী রাহাত আরা বেগমসহ তিনি শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। এরআগে, ২৪ আগস্ট চিকিৎসার জন্য স্ত্রীসহ সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল।

তবে বিমানবন্দরের ইমিগ্রেশনে হয়রানির অভিযোগ তোলেন তিনি। বলেন, সরকার কৌশলে বিরোধী দলকে হয়রানি করছে। সিঙ্গাপুরে যাওয়ার পর ক্ষমতাসীনরা বিএনপি নেতাদের জড়িয়ে নোংরামি করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

২০১৫ সালে কারাবন্দি অবস্থায় তার ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে কারামুক্তির পর সেখানে গিয়ে চিকিৎসা করান তিনি।

এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়। সর্বশেষ ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ