• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

গণতান্ত্রিক সরকার হলে তিন গুণ বেশি উন্নয়ন হতো: খসরু

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৩, ০৮:০৮ পিএম

গণতান্ত্রিক সরকার হলে তিন গুণ বেশি উন্নয়ন হতো: খসরু

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকার দেশের অর্থনৈতিক কাঠামোগুলো ধ্বংস করছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষের অধিকার ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। গণতান্ত্রিক সরকার টানা ১৫ বছর ক্ষমতায় থাকলে দেশে তিন গুণ বেশি উন্নয়ন হতো।

শনিবার (২ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গণতন্ত্র ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আলোচনা সভায় বিএনপি নেতারা বলেন, এই সরকার জনগণের সরকার নয়। এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। এ সরকার এক অস্বাভাবিক সরকার। বাংলাদেশে এখন আর ন্যায়বিচার, গণতন্ত্র এবং মানবাধিকার বলতে কিছু নেই।

আমীর খসরু বলেন, গণতন্ত্র ছাড়া, মানুষের অধিকার ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। দেশকে দেউলিয়া করে দেশের যে উন্নয়নের কথা বলা হচ্ছে, তা প্রকৃত উন্নয়ন নয়। গণতান্ত্রিক সরকার হলে  টানা ১৫ বছর ক্ষমতায় থাকাকালীন দেশে এর চেয়ে তিন গুণ বেশি উন্নয়ন হতো। কিন্তু এ সরকার দেশের অর্থনৈতিক কাঠামোগুলো ধ্বংস করছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ব্যাংকগুলোতে টাকা নেই। সরকারের তহবিলে ও রিজার্ভে টাকা নেই। প্রকল্পের টাকা লুটপাট করা হয়েছে। এক লাখ কোটি টাকার ওপরে পাচার করা হয়েছে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ