• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পদযাত্রায় কাজ না হওয়ায় শোক মিছিল করছে বিএনপি: কাদের

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৩, ০২:০৫ এএম

পদযাত্রায় কাজ না হওয়ায় শোক মিছিল করছে বিএনপি: কাদের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি অন্তর্জ্বালায় ভুগছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পদযাত্রায় কাজ না হওয়ায় বিএনপি শোক মিছিল করছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশ-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। নির্বাচনে শেখ হাসিনাকে হারাতে পারবে না জেনেই ষড়যন্ত্র চলছে। ভিসা নীতি-নিষেধাজ্ঞা প্রয়োগ করতে চাইছে।

ওবায়দুল কাদের বলেন, অন্তর্জ্বালায় ভুগছে বিএনপি, তারেক রহমান। পদ্মা সেতু, মেট্রোরেল দেখে তারা অন্তর্জ্বালায় মরে। শেখ হাসিনার উন্নয়নে মানুষ কেন খুশি, সে জন্য কষ্ট পায় বিএনপি। সে জন্যই শেখ হাসিনাকে তারা চায় না, বিদেশি মুরুব্বিদের ডাকছে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘ওয়ান-ইলেভেন আমরা ভুলিনি। আর অস্বাভাবিক সরকার আসতে দেব না আমরা। আমরা আমাদের মাতৃভূমিকে রক্ষা করব, গণতন্ত্রকে বাঁচাব।’

কাদের আরও বলেন, ‘পদযাত্রায় কাজ হয় না বলেই শোক মিছিল করছে বিএনপি। বিজয় আমাদের হবেই, ইনশাআল্লাহ। শেখ হাসিনা আল্লাহ ছাড়া ভয় করেন না। অসত্যের কাছে নত নাহি হবে শির।’

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ