• ঢাকা সোমবার
    ০৬ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩১

সেপ্টেম্বর-অক্টোবরে আবারও সন্ত্রাস করতে চায় বিএনপি

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৩, ০২:১১ এএম

সেপ্টেম্বর-অক্টোবরে আবারও সন্ত্রাস করতে চায় বিএনপি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকার যখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখে, তখন বিএনপি টেকব্যাকের কথা বলে দেশকে পিছিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভামণ্ডলীর সদস্য কামরুল ইসলাম।

মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট ল রিসার্চ আয়োজিত শোক সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, নতুন করে আবারও ষড়যন্ত্র করছে বিএনপি। তারা অকার্যকর রাষ্ট্র ব্যবস্থা করতে চায়। দেশকে নতুন করে অনির্বাচিত সরকারের দিকে নিয়ে যেতে চায় তারা।

বিএনপি দেশকে অস্থিতিশীল করতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে অস্ত্রের ঝনঝনানি দেখাচ্ছে বিএনপি। বিদেশিদের কাছে আশানুরূপ সাড়া না পেয়ে তারা ব্যর্থ হয়েছে। দেশে সেপ্টেম্বর-অক্টোবরে আবারও সন্ত্রাস করতে চায় তারা।

এ সময় সবাইকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র ও সন্ত্রাস মোকাবিলার আহ্বান জানান তিনি।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ