• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

‘খালেদা জিয়া আমার চেয়েও বেশি গরীব’

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৩, ০১:৫৩ এএম

‘খালেদা জিয়া আমার চেয়েও বেশি গরীব’

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিজের চেয়েও বেশি গরীব বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রোববার (২৭ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাসাস আয়োজিত আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন,

আমি গরীব। কিন্তু খালেদা জিয়া আমার চেয়ে বেশি গরীব।

গয়েশ্বর বলেন, তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন খালেদা জিয়া। তবে নিজের জন্য একটা স্থায়ী ঠিকানা ঠিক করেননি তিনি।

বিএনপির এ নেতা আরও বলেন, বর্তমানে রাজনীতিতে নেতার চেয়ে অভিনেতাই বেশি। গুম হওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে যুদ্ধ চলছে। সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে জীবনের শেষ যুদ্ধ হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, শেখ হাসিনার পতনই বিএনপির একমাত্র লক্ষ্য। গণতন্ত্র পুনরুদ্ধার না করে মরতেও চান না বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

গয়েশ্বর বলেন, শেখ হাসিনার পতন না দেখে পোস্তাগোলার চিতায় উঠতে চাই না। গণতন্ত্র পুনরুদ্ধার করে মরতে চাই না।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ