• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিএনপি জঙ্গিবাদের উত্থান ঘটাতে চায়: কামরুল ইসলাম

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৩, ০৭:৪০ পিএম

বিএনপি জঙ্গিবাদের উত্থান ঘটাতে চায়: কামরুল ইসলাম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি অভিযোগ করেছেন, বিএনপি আগুন সন্ত্রাস করে; তারা জঙ্গিবাদের উত্থান ঘটাতে চায়।

শনিবার (২৬ আগস্ট) ঢাকার কেরাণীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কলাতিয়া স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, সব ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে। কিন্তু বিএনপি আগুন সন্ত্রাস করে। তারা নির্বাচন চায় না, জঙ্গিদের উত্থান ঘটাতে চায়।

আওয়ামী লীগের এই নেতা বলেন, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা ইতিহাস বিকৃত করতে চেয়েছিল; দেশের অগ্রগতি রুখতে চেয়েছিল। এখন মুক্তিযুদ্ধের বিরোধী আন্তর্জাতিক শক্তি আমেরিকা আর দেশে বিএনপি- জামায়াত।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ